কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার শিবনগর তালসারি আমবাগানে একদিল শাহ’র বাৎসরিক ওরশে বাধা দিয়েছে গ্রামবাসী ও পুলিশ। গতকাল শুক্রবার একদিল শাহর ওরশ উপলক্ষে সাধুদের মিলন মেলার আয়োজন করা হয়। সেখানে ওরশের নামে গাঁজা সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ ও গ্রামবাসী বাধা সৃষ্টি করে। পরে একদিল শাহর ভক্তরা অনুষ্ঠান করার জন্য তালসারির একটি জমিতে অবস্থান করে।
একদিল শাহর ওরশ কমিটির সভাপতি মজনু শাহ জানান, ‘আমাদের ৭শতক জমি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে চন্দ্রবাসের মওলা মাস্টারের ছেলের সাথে অনেক দিন ধরে বিরোধ চলছে।’ গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে একদিল শাহ’র বাৎসরিক ওরশ উপলক্ষে ভক্তবৃন্দ সকালে মঞ্চ তৈরি করার জন্য বিভিন্ন সরঞ্জাম নিয়ে ডিসি পার্কের আমবাগানে উপস্থিত হয়। পরে ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল করিম ও সবুর মেম্বার একদিল শাহর ভক্তদের দ্রুত বাগান ছাড়ার নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশ ও গ্রামবাসী একত্রিত হয়ে অনুষ্ঠানের আয়োজনে বাধা হয়ে দাড়ায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।