রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে তিনি এই উৎসবের উদ্বোধন করেন। এবার নতুন বছরের প্রথম দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর হাতে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি নতুন বই তুলে দেবে সরকার। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির ৩২ লাখ শিক্ষার্থী পাবে তিন কোটি ২৮ লাখ আট হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা। প্রধানমন্ত্রী ঢাকার ছয়টি স্কুল, তিনটি মাদ্রাসা, একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুটি প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণির বই তুলে দেন। বছরের প্রথম দিন শুক্রবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে নতুন বই বিতরণ করা হবে এবার।
শিক্ষা মন্ত্রী ও গণশিক্ষা মন্ত্রী ছাড়াও তাদের মন্ত্রণালয়, অধিদপ্তর ও শিক্ষাবোর্ড কর্মকর্তারা গণভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।