স্টাফ রিপোর্টার: ওবায়দুর রহমান চৌধুরী জিপু চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে আহ্বায়ক করে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও ডিঙ্গেদহের একটি খুন কেন্দ্র করে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করে কেন্দ্র। এরপরই আসে পৌর নির্বাচন। মেয়র পদে প্রাথী হলেও দলে পদ পদবী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বহিষ্কারের খড়গ আসেনি। এরই মাঝে নির্বাচিত হওয়ার পর দর্শনায় তাকে পাশে নিয়ে বিজয়ের উল্লাস করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। এক পাশে ছিলেন ওবায়দুর রহমান চৌধুরী জিপু অপর পাশে ছিলেন দর্শনা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত পৌর অওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মতিয়ার রহমান। তিনি দলীয় মনোনিত হলে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্ছিত আলী মনছুর বাবু নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে মাঠে নামেন। গতকাল নির্বাচনে দলীয় মনোনীত প্রাথী মতিয়ার রহমান নির্বাচিত হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে অভিনন্দিত করেন।