জীবননগরে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহন : মহিলা ভোটারদের দীর্ঘ লাইন

SAMSUNG CAMERA PICTURES

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভায় সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। শীত উপেক্ষা করে সকাল হতেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারেদের স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে।
সকাল সাড়ে ৯টায় জীবননগর পাইলট হাইস্কুল কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান মেয়র হাজি নোয়াব আলী। তিনি এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নাসির উদ্দিন ৯নং ওয়ার্ড তেঁতুলিয়া ও ৬নং ওয়ার্ড দৌলৎগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নারিকেল গাছ প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম ৩নং জীবননগর সরকারি বালিকা সরকারি কেন্দ্রে ভোটারদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। বাকি কেন্দ্রগুলোতে ভোট সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে তারা স্বীকার করেছেন। জগ প্রতীকের মাও. সাজেদুর রহমান জানিয়েছেন ভোট অবাধ সুষ্ঠু ও নিরেপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রির্টানিং অফিসার ইউএনও নুরুল হাফিজ বলেছেন ১০টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।