কুষ্টিয়ার ৫ পৌরসভায় আওয়ামী লীগের জয় জয়কার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ৫টি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের জয় জয়কার। এ নির্বাচনে বিএনপির প্রার্থীরা ধরাশায়ী হয়েছে। এতে আ.লীগের আনোয়ার আলী, হাজি এনামুল হক, শামীমুল হক ছানা, তারিকুল ইসলাম ও সামসুজ্জামান অরুণ নির্বাচিত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া পৌরসভা: কুষ্টিয়া জেলা আ.লীগ একাংশের সভাপতি আনোয়ার আলী বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ৬৭ হাজার ২২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুতুব উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ১২২ ভোট।
মিরপুর পৌরসভা: মিরপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আজিজ খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫৫ ভোট।
ভেড়ামারা পৌরসভা: ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ওরফে ছানা বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন মশাল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯১৫ ভোট।
খোকসা পৌরসভা: খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ ৩ হাজার ২৬৭ ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীকে বিএনপির যুবনেতা রাজু আহমেদ ১ হাজার ৭৯৬ ভোট পেয়েছেন।
কুমারখালী পৌরসভা: কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র সামসুজ্জামান অরুণ বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম ওরফে লিপন ধানের শীষ প্রতীকে ২ হাজার ৭১৩ ভোট পেয়েছেন।