জীবননগর ব্যুরো: গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সেনেরহুদা রেলগেটের নিকটে একটি মালবাহী ট্রেনের র্যাক লাইনচ্যুত হয়েছে। ঈশ্বরদী থেকে মাল নিয়ে মালগাড়টি খুলনা যাওয়ার পথে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। মালবাহী ট্রেনের পেছনের ৩টি র্যাক লাইনের ওপর থেকে ছিটকে পড়ে গেছে। এ ঘটনায় খুলনা-রাজশাহী, খুলনা-সৈয়দপুর ও খুলনা-ঢাকাসহ সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেলবিভাগসূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে একটি মালবাহী ট্রেন নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালগাড়িটি উথলী ট্রেন স্টেশন ছাড়ানোর পর সেনেরহুদা রেলগেটের নিকট এর পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনচ্যুত মালবাহী ট্রেনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী জংশনে খবর দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে ৪ থেকে ৫ ঘণ্টার মতো সময় লাগবে বলে রেলবিভাগ সূত্রে জানা গেছে। লাইনচ্যুত মালবাহী ট্রেনটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন উথলী স্টেশন মাস্টার এমদাদুল হক।