জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষে ভোট কিনতে বিপুল পরিমাণ শাড়ি-কম্বল মজুদ করা হয়। গভীর রাতে মজুদকৃত এসব শাড়ি-কম্বল সাধারণ ভোটারদের মাঝে বিলি করে ভোট কেনার পরিকল্পনা করা হয়। কিন্তু বিতরণের আগেই খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ নারায়ণপুর ও ইসলামপুর থেকে গতকাল মঙ্গলবার রাতে এসব মালামাল জব্দ করে।
নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষের লোকজন আনুমানিক ১ হাজার ৩শ পিচ শাড়ি ও ১ হাজার ৩শ পিচ কম্বল মজুদ করে বলে অভিযোগ। এ ব্যাপারে রির্টানিং অফিসারের দায়িত্বরত ইউএনও নুরুল হাফিজের মতামত জানতে তার সাথে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি মোবাইলফোন রিসিভ না করায় মতামত জানা সম্ভব হয়নি।