ভোট ঘিরে উত্সাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কাও বিরাজ করছে ভোটারদের মাঝে
আলম আশরাফ/খাইরুজ্জামান সেতু: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আজ দেশে ২৩৪টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ২০ দিনের প্রচার-প্রচারণা চলাকালে বেশ কয়েকটি এলাকায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ অবস্থায় নির্বাচনকে ঘিরে উত্সাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কাও বিরাজ করছে ভোটারদের মাঝে। পৌর নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের জঙ্গি হামলার আশঙ্কায় বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। গতকাল মঙ্গলবার জেলার পুলিশ সুপারদের এ সংক্রান্ত নির্দেশ প্রদান করা হয়। নির্বাচন উপলক্ষে পুলিশ সদর দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল। তদারকিতে পুলিশ সদর দফতরের একজন ডিআইজির নেতৃত্বে রয়েছেন ৭ জন এআইজি। একইভাবে মনিটরিং সেল খোলা হয়েছে প্রতিটি জেলায়। কোনো এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে মনিটরিং সেলের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৬০ হাজার ১০৫ । এর মধ্যে পুরুষ ২৯ হাজার ৩৫৯ এবং মহিলা ভোটার ৩০ হাজার ৭৪৬ জন। সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ৩টি। ভোট কেন্দ্রের সংখ্যা ৩১টি, ভোটকক্ষের সংখ্যা ১৯১, অস্থায়ী ভোটকেন্দ্র না থাকলেও ২২টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে। ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১৫৩২, পুলিশ লাইন সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০১১, কেদারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৩৭, কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৩৭, বুজরুকগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৪১২, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৫৭, সুমিরদিয়া পুটে মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩৩৫, ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৫০, ঝিনুক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৪৫৬, চুয়াডাঙ্গা সরকারি ভি.জে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৯৩, রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৬৯, মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯০৬, রাহেলা খাতুন গার্লস একাডেমি কেন্দ্রে ২০১৯, তালতলা পশুহাটপাড়ার মতিয়ার রহমান মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৪৩, ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩৫৫, পৌর কলেজ কেন্দ্রে ২২৭১, চুয়াডাঙ্গা ফাজিল আলিয়া মাদরাসা কেন্দ্রে ১৪৫৬, হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪০২, হাজরাহাটি অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৫৭, তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬৯৬, সাতগাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮২৫, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৭৫, কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২১৬, দিগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৮২, ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫০৩, ফার্মপাড়ার খাদেমুল ইসলাম মাদরাসা কেন্দ্রে ২০৭৫, বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৪০৬, চুয়াডাঙ্গা সরকারি কলেজ উত্তর ভবন কেন্দ্রে ১৪০৮, চুয়াডাঙ্গা সরকারি কলেজ পশ্চিম ভবন কেন্দ্রে ১২৮৬, রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন কেন্দ্রে ১৮১০, রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন ভবন কেন্দ্রে ১৯২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চুয়াডাঙ্গা পৌর এলাকায় মোট ৩১টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে ৪টি। এগুলো হলো রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা ফাজিল আলিয়া মাদরাসা, ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাদেমুল ইসলাম মাদরাসা। ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৫টি। কেন্দ্রগুলো হলো কেদারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, বুজরুকগড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুমুরদিয়া পুটে মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়, রাহেলা খাতুন গালর্স একাডেমি মল্লিকপাড়া, ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতগাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলগাছি সরকরি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকরি কলেজের উত্তর ভবন, চুয়াডাঙ্গা সরকরি কলেজের পশ্চিম ভবন, রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন। সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ১২টা। এগুলো হলো ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা ভি.জে সরাকরি উচ্চ বিদ্যালয়, তালতলা মতিয়ার রহমান মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা পৌর কলেজ, হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজরাহাটি অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ বারী সরকরি প্রাথমিক বিদ্যালয় ও কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ৪, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ২১ ও সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন প্রতিদন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নৌকা প্রতীক। বিএনপি মনোনীত খন্দকার আব্দুল জাব্বার সোনার ধানের শীষ, স্বতন্ত্র ওবায়দুর রহমান চৌধুরী জিপু মোবাইলফোন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তুষার ইমরান হাতপাখা পতীক নিয়ে নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন।
সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে
১নং ওয়ার্ডে নুরুন্নাহার কাকলী কাঁচি, জবেদা বেগম চকলেট, নাজমা আক্তার হারমোনিয়াম, নাসরিন পরভীন ভ্যানিটি ব্যাগ, শাহিনা আক্তার আঙ্গুর, সেলিনা ইয়াসমীন শম্পা চুড়ি, শিল্পী আফরিন পুতুল, সোহানা সুলতানা মৌঁমাছি। ২নং ওয়ার্ডে বিলকিস নাহার চুড়ি, সুফিয়া খাতুন ভ্যানিটি ব্যাগ, হাসিমা খাতুন পুতুল, সুলতানা আরা বেগম আঙ্গুর। ৩নং ওয়ার্ডে নুর জাহান চকলেট, আন্না খাতুন আঙ্গুর, জাহানারা বেগম কাঁচি, মাজেদা মল্লিক গ্যাসেরচুলা, শাফিয়া খাতুন হারমোনিয়াম, শাহানা খাতুন পুতুল, শেফালি খাতুন ভ্যানিটি ব্যাগ, সাকিলা খাতুন চুড়ি, সাজেদা খাতুন মৌমাছি।
সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আব্দুল আলিম পানির বোতল, গোলজার হোসেন ব্রিজ, জাহাঙ্গীর আলম টেবিল ল্যাম্প, বিল্লাল হোসেন বেল্টু ডালিম, রমজান আলী চান্দু পাঞ্জাবি, শহিদুল ইসলাম উটপাখি, সুজন গাজর, মুনছুর আলী স্ক্রু ড্রাইভার। ২নং ওয়ার্ডে মুন্সি রেজাউল করিম খোকন গাজর, আজম আলী মিলন উটপাখি, আজিজুর রহমান পাঞ্জাবি, আতিয়ার রহমান ব্ল্যাকবোর্ড, আবুল কালাম ফাইল কেবিনেট, আবু সাঈদ হোসেন ব্রিজ, আব্দুল আজিজ জোয়ার্দ্দার পানির বোতল, জাহিদুল ইসলাম রনি ডালিম, সানোয়ার হোসেন ঢেঁড়শ, হাফিজুর রহমান টেবিল ল্যাম্প। অবশ্য আতিয়ার রহমান ও আবুল কালাম গত ১৬ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। ৩নং ওয়ার্ডে কাজি শাজাহান আলী পানির বোতল, আবুল কালাম আজাদ ডালিম, জাহিদুল ইসলাম সোহেল ব্রিজ, নাজমুস সালেহীন লিটন পাঞ্জাবি, মাসুদ রানা টেবিল ল্যাম্প, শামশেদ আলী সামা উটপাখি, ৪নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম মল্লিক উটপাখি, শেখ সেলিম ডালিম, ৫নং ওয়ার্ডে নাসির আহাদ জোয়ার্দ্দার ব্রিজ, মুন্সি আলাউদ্দিন আহম্মেদ টেবিল ল্যাম্প, গোলাম মস্তফা শেখ মাস্তার ডালিম, জানিপ হাসান পাঞ্জাবি, রিপন মল্লিক উটপাখি, সাইফুদ্দিন সবুর পানির বোতল, ৬নং ওয়ার্ডে আজাদ আলী পানির বোতল, আব্দুস সামাদ ডালিম, আশাদুল জোয়ার্দ্দার গাজর, জহুরুল ইসলাম ওরফে গহর ডাক্তার ব্রিজ, ফরজ আলী শেখ পাঞ্জাবি, রাশেদুল হাসান টেবিল ল্যাম্প, হাবলুর রহমান মুন্সি উটপাখি। ৭নং ওয়ার্ডে আবুল হোসেন গাজর, আব্দুর রাজ্জাক ডালিম, আশাবুল হক ব্রিজ, উজ্জ্বল হোসেন ব্ল্যাকবোর্ড, কামাল উদ্দিন উটপাখি, জিয়াউর রহমান জিয়া পাঞ্জাবি, মজনুল হক টেবিল ল্যাম্প, সাইফুল আরিফ বিশ্বাস পানির বোতল। ৮নং ওয়ার্ডে কামরুজ্জামান তালু পাঞ্জাবি, রাশিদুল ইসলাম গাজর, সিরাজুল ইসলাম মনি পানির বোতল, আবুল হাসান মকছুদ উটপাখি। ৯নং ওয়ার্ডে আতিয়ার রহমান জোয়ার্দ্দার টেবিল ল্যাম্প, ইয়াছিন হাসান কাকন পাঞ্জাবি, একরামুল হক মুক্তা গাজর, মফিজুর রহমান মনা ব্রিজ, মাহবুব আশিক পানির বোতল ও শহিদুল কদর জোয়ার্দ্দার পেয়েছেন উটপাখি।