স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিলকে নিয়ে গতরাতে গুজব রটানো হয়। কে বা কারা গতকাল রাতে গুজব রটিয়ে বলে যৌথবাহিনী ধরে নিয়ে গেছে, মারধর করেছে। এ গুজবের বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ ও যৌথবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে খুস্তার জামিল মোবাইলফোনে এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনের ঠিক আগের রাতে একটি কুচক্রিমহল আমাকে নিয়ে বানোয়াট বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি কুচক্রি মহল গুজব রটিয়ে বলে বেড়াচ্ছে আমাকে নাকি কুপিয়ে জখম করেছে, আমাকে নাকি যৌথবাহিনী ধরেছে। এসব গুজবের কারণে রাতে অসংখ্য অনুসারীসহ দলীয় কর্মী সমর্থক বিভ্রান্ত হয়। যে বা যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তাছাড়া পৌর নির্বাচনের আগের রাতে এ ধরনের গুজব ছড়িয়ে ওই কুচক্রিমহল ভোটের বাড়তি সুবিধা নেয়ারও চেষ্টা করছে। ফলে দলীয় সকলকেসহ সমর্থকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
আজ চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন। গতরাতে তিনি জানান, একটি কুচক্রি মহল আমাকে নিয়ে গুজব রটাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা গুজ রটিয়ে আমার হেয় প্রতিপন্ন করছে তাদের শনাক্ত করে আইনে সোপর্দ করা হবে।