কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের আদাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে গিয়াস উদ্দিনকে বহাল রেখেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর।
জানা যায়, গত ২০ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর এর আপিল অ্যান্ড আরবিটেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আদাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে গিয়াস উদ্দিনকে দায়িত্বে বহাল রাখে।
উল্লেখ্য, বিগত সময় আদাবাড়িয়া হাইস্কুলের মানেজিং কমিটির সভাপতিগণ প্রতিহিংসার কারণে গিয়াস উদ্দিনের পরিবর্তে বিধি লঙ্ঘন করে বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসেবে একাধিক প্রধান শিক্ষক নিয়োগ করেছিলেন। যা আদালত পর্যন্ত গড়ালে শিক্ষাবোর্ড যশোর এ সিদ্ধান্ত গ্রহণ করে।