দৌলতপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

দৌলতপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে যৌতুকের দাবিতে এক সন্তানের জননী কাকলী খাতুন (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে প্রেরণ করে।
থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার মহিষকুণ্ডি গ্রামের নাহারুল ইসলামের মেয়ে কাকলী খাতুনের ৫ বছর আগে পার্শ্ববর্তী ডাংমড়কা পূর্বপাড়া গ্রামের সুজন আলীর সাথে বিয়ে হয়। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক নেয় সুজন আলী। আরও যৌতুক নেয়ার জন্য কাকলীকে বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছিলো। এরই এক পর্যায়ে পিতার কাছ থেকে টাকা না এনে দেয়ায় গত সোমবার রাতে সুজন আলী তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনা ধামাচাপা দেয়ার উদ্দেশে কাকলীর লাশ দড়ি দিয়ে পেঁচিয়ে জালানার সাথে বেঁধে রাখে। দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।