কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুণ্ডি বাজার থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ককটেলটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, খলিশাকুণ্ডি বাজারের হাজি মার্কেটের হামিদুল ইসলামের মুদি দোকানের সামনে কালো টেপ দিয়ে মোড়ানা একটি ককটেল পড়ে থাকতে দেকে দোকানমালিক পুলিশে খবর দেয়। খবর পেয়ে খলিশাকুণ্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস সরকার ককটেলটি উদ্ধার করে নিষ্ক্রীয় করার জন্য পানির মধ্যে ডুবিয়ে রাখেন। খলিশাকুণ্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস সরকার জানান, উদ্ধার করা ককটেল সদৃশ্য বস্তুটি পানির মধ্যে রাখা আছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে বা ওই দোকানের সামনে রেখেছে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা আমলা ইউনিয়নের বিল আমলা গ্রাম থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়। আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আতিকুর রহমান উক্ত গ্রামের তাহাজ উদ্দিনের তামাকক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি তাজা ককটেল উদ্ধার করেন।