আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের ছাত্রদল নেতা ডালিমের বাড়িতে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে আলমডাঙ্গা শহরের মিয়াপাড়ার মৃত ইসমাইলের ছেলে ছাত্রদল নেতা ডালিমের বাড়িতে দুষ্কৃতকারিরা অগ্নি সংযোগ করে। এ সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছুলে অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া একটি হিরোহোন্ডা প্যাশন (চুয়াডাঙ্গা-হ-১১-৫৬১১) নামের একটি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে। প্রতিবেশীরা ওই আগুন নিভিয়ে ফেলে বলে জানা যায়।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় আলমডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খন্দকার মজিবুল ইসলামের সমর্থক রাধিকাগঞ্জের আজাহার আলীর ছেলে মনিরুল ইসলাম ক্যানেলপাড়ে গেলে ডালিমসহ একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমান চমকের ৩ সমর্থক তাকে বেধড়ক পেটায়।