আলমডাঙ্গা পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রের স্থলে এবার ১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রের স্থলে এবার ১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এ পৌরসভার মোট ২৩ হাজার ১শ ৮০ ভোটের মধ্যে পুরুষ ভোটের সংখ্যা ১১ হাজার ৩শ ১৮ ও মহিলা ভোটের সংখ্যা ১১ হাজার ৮শ ৬২। ১নং ওয়ার্ডের ভোটগ্রহণ করা হবে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবনে ১৪৯১ জনের, পুরাতন ভবনে ১২২৪ জনের। ২নং ওয়ার্ডের ভোটগ্রহণ করা হবে আলমডাঙ্গা মডেল বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মূল ভবনে ১৫৬১ জনের ও ভোকেশনাল ভবনে ১৪৭০ জনের। ৩নং ওয়ার্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আলমডাঙ্গা ডিগ্রি কলেজের কলা ভবনে ১২৪৭ জনের ও নতুন ভবনে ১২১২ জনের। ৪নং ওয়ার্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আলমডাঙ্গা আলেয়া মাদরাসার নতুন ভবনে ১৪৪০ জনের ও পুরাতন ভবনে ১৫০৮ জনের। ৫নং ওয়ার্ডের ভোটগ্রহণ করা হবে এরশাদপুর একাডেমিতে ১৫০১ জনের ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪৬৩ জনের। ৬নং ওয়ার্ডের ভোটগ্রহণ করা হবে গোবিন্দপুর জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে ১৪১৫ জনের ও পুরাতন ভবনে ১৪৭৯ জনের। ৭নং ওয়ার্ডের ভোটগ্রহণ করা হবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৪০ জনের। ৮নং ওয়ার্ডের ১৮৯১ জনের ভোটগ্রহণ করা হবে গোবিন্দপুর হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে। ৯নং ওয়ার্ডের ২০৩৮ জনের ভোটগ্রহণ করা হবে বণ্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।