কল্যাণ ফান্ডের টাকাসহ অবৈধভাবে রক্ষিত স্ট্যাম্প ফেরতের দাবিতে মানববন্ধন

মেহেরপুর অফিস: দেশ ট্রেড লিংকের কল্যাণ ফান্ডের পাওনা টাকা এবং অবৈধভাবে রক্ষিত স্ট্যাম্প ও চেক ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মেহেরপুর জেলার ডিস্ট্রিবিউটরের কর্মচারীরা।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দেশ ট্রেড লিংকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে দেশ ট্রেড লিংকের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে তারা। শামসুল ইসলাম, বজলুর রহমানসহ দেশ ট্রেড লিংকের সকল কর্মচারী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, কল্যাণ ফান্ডের পাওনা টাকা এবং রক্ষিত স্ট্যাম্প ও চেক ফেরত না দেয়া পর্যন্ত দেশ ট্রেড লিংকের বাজারজাতকরণসহ অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২০১৫ সালের আগে শ্রমিকদের কল্যাণে কল্যাণ ফান্ড বাবদ ৫০ টাকা করে কেটে নেয়া হতো। ২০১৫ সাল থেকে ৭৫ টাকা হারে এই টাকা কেটে নেয়া হয়। কল্যাণ ফান্ডের টাকা কর্মচারীদের বিপদের সময় আর্থিক সাহায্যের জন্য থাকলেও কর্মচারীরা বিপদে পড়লে কোনো সহযোগিতা করা হয় না। এছাড়া চাকরি দেয়ার সময় চেক এবং শাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে যা এখন আমাদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।