স্টাফ রিপোর্টার: আগামীকাল চুয়াডাঙ্গা পৌরসভাসহ দেশের ২৩৪টি পৌরসভার নির্বাচন। চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নৌকা প্রতীক নিয়ে জোর প্রচার-প্রচারণা ইতোমধ্যেই সম্পন্ন করেছেন। স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী মোবাইলফোন প্রতীক নিয়ে ঘুরেছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনা ধানের শীষ প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় কমতি রাখেননি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে তুষার ইমরানও ছিলেন জোর প্রচারণায়।
চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ মেলে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছে, চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন গতকাল সোমবার দিনব্যাপী নৌকা প্রতীক নিয়ে পৌর এলাকার ২, ৪, ৭ ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেক বাড়ি-বাড়ি গিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে সাথে ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, মো. রমজান আলীসহ নেতৃবৃন্দ।
এছাড়াও শান্তিপাড়ায় বিকেলে নির্বাচর্নী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ৭টায় শেখপাড়ার বড় পুকুর পাড়ে নির্বাচর্নী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল হাসান জোয়ার্দ্দার, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক লিটু বিশ্বাস। বৈঠকে মেয়র প্রার্থী বলেন শেখ হাসিনা আমাদের নৌকা প্রতীক দিয়েছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নারী উন্নয়নের প্রতীক।
এদিকে চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌরসভার নৌকা প্রতীকের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের পক্ষে গণসংযোগ করেছে লীগ। চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের ৪নং ওয়ার্ডের আয়োজনে সন্ধ্যায় মিছিল ও ভোটারদের মাঝে আলোচনা করেছে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে। সভায় কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর কলেজ ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ। এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিট্টু, আওয়ামী লীগ নেতা লাটু খান, আলাউদ্দীন হেলা, বদর উদ্দীন খান, স্বপন হাজি, বেলাল, সাবেক সভাপতি তালেবুর রহমান তাল্লু মাস্টার, সাত্তার বিশ্বাস, নমো মল্লিক, ফিট্টু, বাবুল, যুবলীগ নেতা লেবু, রনি, আশরফ, লিপ্টন, রানা, সেতু, বিদ্যুত, আজম, কল্লোল, তবিবর, স্বপন, ঝন্টু, শিপন, সুমন, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমেদ রানা, রাকিব, পৌর ছাত্রলীগ নেতা রুবেল, সহসভাপতি রিস্তাক, রানা, বেজিও, সাইদ, সুমন-২, নয়ন, স্বপন-২, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সোহেল, রিফাত, জহুরুল, সোহাগ, বশির, বাবুলাল, সিয়াম, আকাশ, অনিক, সাব্বির, আশা, মিঠুন, প্রদীপ, মিলন, সনি, রমজানসহ ওয়ার্ডের আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর।
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনা প্রচারণা শেষ দিনে নিজ প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন। তিনি সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে পুরাতন হাসপাতাল সড়ক, শহীদ হাসান চত্বর ও নিউ মার্কেট এলাকায় গণসংযোগ করেন। নিচের বাজারে ধানের শীষের পক্ষে পথসভা করেন খন্দকার আব্দুল জব্বার সোনা। পথসভায় তিনি ধানের শীষকে বিজয়ী করে পৌরবাসীর উন্নয়ন করার সুযোগ দিতে আহ্বান জানান। এছাড়া হাসপাতাল রোড, থানা কাউন্সিলপাড়া ও দক্ষিণ হাসপাতালপাড়ায় ছাত্রদলের নেতাকর্মীরা খন্দকার আব্দুল জব্বার সোনার পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমান, যুগ্মআহ্বায়ক জাহিদ মো. রাজীব খান, যুগ্মআহ্বায়ক মোমিনুর রহমান মোমিন, আহ্বায়ক কমিটির সদস্য আমানউল্লাহ আমান, ছাত্রনেতা সাইদুর রহমান বিজন, মিলন, সাইফুজ্জামান মিশা প্রমুখ।