দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪৫তম জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেরা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. নুরুন্নবী, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মিরাজুল ইসলাম ও শিক্ষক সাইদুর রহমান সন্টু।