চুয়াডাঙ্গায় আসন্ন ৪টি পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশের বিশেষ আলোচনাসভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আসন্ন ৪টি পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশের বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে আলোচনাসভায় অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছুফি উল্লাহ। এছাড়া চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পৌর নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচনী এলাকায় পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন পুলিশ সুপার রশীদুল হাসান। এ সময় তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ এবং শান্তিপুর্ণ নির্বাচন উপহার দেয়াই পুলিশের প্রধান লক্ষ্য। নির্বাচনে যেন কোনো ধরনের নাশকতা, হিংসাত্মক বা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক পন্থায় ভোটাররা তাদের ভোট প্রদান করবেন। তবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ করা হবে। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছুফি উল্লাহ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গায় আসন্ন ৪টি পৌরসভা নির্বাচনে প্রায় ১শ’ পঞ্চাশের বেশি পুলিশ অফিসার ও সাড়ে ৯শর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে পুলিশ সুপার কার্যালয়সূত্রে জানা গেছে।