স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জে দু পক্ষের মারামারিতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাটকালুগঞ্জে সংঘর্ষে আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
পুর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আহতরা হলেন- আজগার আলীর ছেলে শফিকুল ইসলাম, মিয়াজানের ছেলে জাহাঙ্গীর ও অপরপক্ষের সারজেদ আলীর ছেলে মান্না ও খোয়াজ আলীর ছেলে ঝান্টু। এ ছাড়াও আবু তাহেরের স্ত্রী সোনিয়া ও আনছার আলীর স্ত্রী রোকেয়া আহত হয়েছে বলে অভিযোগ তুলেছেন। এরাও হাসপাতলে ভর্তি হয়েছেন।
দু পক্ষের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি এক প্রতিবন্ধীর শ্লীলতাহানির অভিযেগা উত্থাপন করা হয়। মামলা পাল্টা মামলা দায়ের করা হয়। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় ঘটে মারামারি। শফিকুল বলেছে, তার বোনের গলা থেকে ওরা সোনার চেন ছিনিয়ে নিয়েছে। পক্ষান্তরে মান্না বলেছে, আমাদের ওপর হামলা চালিয়ে ওরা উল্টো গলাবাজি করছে।