স্টাফ রিপোর্টার: মারামারিতে জড়িয়ে প্রতিপক্ষের হাতে আহত হয়ে একই পরিবারের পিতা-পুত্রসহ ৬ জন এখন হাসপাতালে। গতকাল রোববার সন্ধ্যায় দামুড়হুদার নাটুদহের জগন্নাথপুর বাজারপাড়ায় এ মারামারির ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন মৃত পদ গাজীর ছেলে গফুর গাজী (৬৫), তার স্ত্রী আশুরা খাতুন (৬০), তিন ছেলে কাশেম, মোমিন ও আলমগীর এবং গফুর গাজীর ভাতিজা কালু গাজী। এরা বলেছেন, গফুর গাজীর সাথে আলতাব হালসনা যৌথভাবে একটি পুকুর থেকে পানি ছেকে মাছ ধরার সিদ্ধান্ত নেয়। শ্যালো দিয়ে পানি তুলে অন্য পুকুরে দেয়া হয়। এতে যে তেল খরচ হয় তা নিয়েই বাঁধে বিরোধ। বাগবিতণ্ডার এক পর্যায়ে আফতাফ হালসনাসহ তার লোকজন ছুটে এসে মারপিট শুরু করে।
হাসপাতালে চিকিৎসাধীন গফুর গাজীর লোকজন এ তথ্য দিলেও ঘটনার আড়ালে অন্য কোন ঘটনা আছে কি-না তা যেমন নিশ্চিত করে জানা সম্ভব হয়নি, তেমনই অপর পক্ষের কেউ আহত হয়েছে কি-না তাও নিশ্চিত করে জানা যায়নি।