মুজিবনগর প্রতিনিধি: বড়দিন উপলক্ষে মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর ও বল্লভপুর মিশন স্কুলমাঠে সপ্তাহব্যাপী খ্রিস্টিয় আনন্দ মেলা শুরু হয়েছে। গত শনিবার পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল।
ইম্মানুয়েল চার্চের রেভা. মিখাইল সরেন রতনপুর মেলার ও ইম্মানুয়েল চার্চের রেভা. বিলিয়ম সরদার বল্লভপুর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন চার্চ সম্পাদক মি. সুজিত মল্লিক, ওয়ার্ড আ.লীগ সম্পাদক সুজিত মণ্ডল, ইউপি সদস্য মি. দানিয়েল মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে মেলার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রকার খেলাধুলার আয়োজন করা হয়েছে।