গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানালেন জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থীত সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে বিএনপি মেয়র প্রার্থী ইন্সারুল হকের নির্বাচনী কাযালয়ে কর্মীসভা শেষে ও বাস স্ট্যান্ড এলাকায় পথসভা ও লিফলেট বিতরণকালে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, ৫ জানুয়ারী প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে সরকার এখনো ক্ষমতায় রয়েছে। এতে গণতন্ত্র আজ বিপন্ন। এর দাঁতভাঙ্গা জবাব দিতেই পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের কোনো বিকল্প নেই। তাই মান-অভিমান না করে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তারা।
জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেনর সভাপতিত্বে ও সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি মাসুদ অরুন, সহসভাপতি আব্দুর রাজ্জাক, সম্মিলিত পেশাজীবী ফোরামের টিম লিডার শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশনের সদস্য জাভেদ আহমদ চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য গিয়াস উদ্দীন, শিক্ষনাবিশ অ্যাডভোকেট তোবারক হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক, পৌর বিএনপি সভাপতি উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, বিএনপি নেতা সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো, বামুন্দী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আওয়াল, পৌর ৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ও ছাত্রদল নেতা চপল বিশ্বাস প্রমুখ।