আলমডাঙ্গা ব্যুরো: সাংবাদিক জামিরুল ইসলামের মা মোছা. হালিমা খাতুন বার্ধক্যজনিত রোগে তিনদিন ধরে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তার পরিবারের পক্ষে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের মরহুম জালাল খাঁ-র স্ত্রী সাংবাদিক জামিরুল ইসলামের মা মোছা. হালিমা খাতুন ২০০৬ সালে স্ট্রোক করেন। এতে তার বাম পাঁজর প্যারালাইজড হয়ে দীর্ঘ ৮ বছর যাবত শয্যাগত রয়েছেন। গত শনিবার সকালে হঠাত তিনি বাকশক্তি হারিয়ে ফেলে মৃত্যুর সাথে লড়ছেন। সাংবাদিক জামিরুল ইসলাম তার মায়ের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
ছবি: হালিমা খাতুন।