আলমডাঙ্গা উপজেলা আন্তঃমাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৪৫তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা আন্তঃমাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৪৫তম শীতকালীন খেলাধুলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুণ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান নূরুল ইসলাম, মুন্সিগঞ্জ একাডেমীর প্রধান শিক্ষক আতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম লাকি, মুনসুর আলি, মহাসিন কামাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলি সিদ্দিক বাবলু। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ক্রিকেট ও ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন হয়েছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয় ও ব্যাডমিন্টন দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়িদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।