মাথাভাঙ্গা মনিটর: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিত হয়েছে। বাংলাদেশ সময় গতকাল শনিবার বিকেল ৪টায় ভারতের ত্রিভানদ্রাম ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশ বেশ প্রভাব বিস্তার করে খেলে। কিন্তু ৪১ মিনিটে ডি বক্সের ভেতর হ্যান্ডবল করে মালদ্বীপকে পেনাল্টি উপহার দেন ওয়ালি ফয়সাল। সাথে তার জন্য জোটে হলুদ কার্ড। পেনাল্টি থেকে মালদ্বীপের আলী আশফাক গোল করে দলকে এগিয়ে নেন দলকে।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ তাদের আক্রমণ অব্যাহত রাখে। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না। ম্যাচের ৮৬ মিনিটে হেমন্ড ভিনসেন্ট বিশ্বাসের গোলে ম্যাচে সমতায় ফেরে। কিন্তু পরের মিনিটেই গোল করে মালদ্বীপকে এগিয়ে নিয়ে যান নাইজ হাসান। আর শেষ মুহূর্তে গোল করে ৩-১ ব্যবধানে মালদ্বীপের জয় নিশ্চিত করেন আহমেদ নাশিদ। এর আগে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে চার গোলে আফগানিস্তানের বিপক্ষে ৪-০ গোলে বড় ব্যবধানে হারে মারুফুল হকের শিষ্যরা।