দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনের পিতা অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক মো. আনছার আলী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা গুলশানপাড়ার নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্রায় ২ বছর ধরে বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি, নাতকুড়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল হাসান তনু, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাত ১০টায় দামুড়হুদা স্টেডিয়ামে মরহুমের জানাজার নামাজ শেষে বনানীপাড়াস্থ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।