স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ২০ হাজার টাকা, সোনার গয়না ও মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের লোকমান হোসেনের বাড়িতে ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, সোনার গয়নাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির অন্য সদস্যদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।