ভারতে জামিনে মুক্ত অনুপ চেটিয়া

মাখাভাঙ্গা মনিটর: ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে থেকে তাকে মুক্তি দেয়া হয়।
অনুপ চেটিয়ার বিরুদ্ধে চারটি মামলার মধ্যে সর্বশেষটিতে বুধবার তাকে জামিন দেন আদালত। আর কোনো মামলা না থাকায় বৃহস্পতিবার তাকে মুক্তি দেয়া হলো।
অনুপ চেটিয়া ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। গত মাসেই তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। অনুপ চেটিয়ার সাথে তার দু সহযোগী লক্ষ্মী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকেও হস্তান্তর করা হয়।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে ৩টি মামলা হয়।