মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম শামীম আলী ও শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম টিকারউদ্দিনের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।
যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মাহাবুব আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুর ইসলাম, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর দারুল উলমু আহমদিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আনসার উদ্দিন বেলালী।