প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন সদর থানার ওসি

দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় গত ২২ ডিসেম্বর প্রথম পাতায় প্রকাশিত ‘ওসি প্রশ্ন তুলে বললেন, রিপোর্টারের সাথে কথাই হয়নি, কান্না পেলেন কোথায়?’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি তথা অফিসার ইনচার্জ। তিনি বলেছেন, প্রতিবেদনে যে অংশে, ‘ওই রাতে হুইপ মহোদয়ের বা মেয়র মহোদয় থানায় এসে কোনো প্রকারের অসৌজন্যমূলক ব্যবহার করেননি, কেউ অশ্লীল কথা বা ব্যবহারও করেননি, ধাক্কাধাক্কির প্রশ্নই ওঠে না’ উল্লেখ করা হয়েছে- ওই অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।