টাঙ্গাইলের সদর উপজেলার উমরপুরে র্যালবের সঙ্গে গুলি বিনিময়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সভাপতি উমর আলীসহ (৩৪) তিন নেতা নিহত হয়েছেন। নিহত অপর দুইজন হলেন- কাশেম (৩৫) ও সাদ্দাম (৩০)। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই গুলির ঘটনা ঘটে।
র্যা ব- ১২ কমান্ডার মহিউদ্দিন ফারুক জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ওই তিন নেতা উমরপুরে একটি বাড়িতে বৈঠক করার সময় গোপন তথ্যের ভিত্তিতে র্যাকবের একটি দল সেখানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে পুলিশের ওপর গুলি ছোড়া হলে র্যা ব পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল ও একটি দোনালা বন্দুক উদ্ধার করে র্যাঙব।