ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেন বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় তুষার হোসেন (২৫) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত তুষারের বাড়ি কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আলায়পুর গ্রামে। স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত আড়াইটার দিকে কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ডে তুষার দাড়িয়ে চা পান করছিলেন। এমন সময় একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।