বিশ্ব টুকিটাকি : জেবিবিএ নির্বাচন : জিকো সভাপতি তারেক সাধারণ সম্পাদক

জেবিবিএ নির্বাচন : জিকো সভাপতি তারেক সাধারণ সম্পাদক
মাথাভাঙ্গা মনিটর: নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের (জেবিবিএ) নির্বাচনে জাকারিয়া মাসুদ জিকো সভাপতি এবং তারেক হাসান খান সাধারণ সমপাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় রোববার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কার্যকরী কমিটির ১৫টি পদে দুটি প্যানেলে ৩০ জন এবং সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২৫৭ জন ভোটারের মধ্যে ২৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। প্রাথমিক ফলাফলে জিকো-তারেক প্যানেল সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সমপাদকসহ ৭টি পদে জয়লাভ করে। অন্যদিকে দিদার-কামরুল প্যানেল একজন সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষসহ জয়লাভ করেছে আটটি পদে।

হজে অনিয়ম : ২০ এজেন্সিকে সৌদি নোটিস
মাথাভাঙ্গা মনিটর: চলতি বছর হজে অনিয়মের অভিযোগে বাংলাদেশের আরো ২০ হজ এজেন্সিকে কারণ দর্শাও নোটিস দিয়েছে সৌদি সরকার। অভিযোগ খণ্ডনে এসব এজেন্সির কাছে কোনো প্রমাণ বা মতামত থাকলে তা আগামী ২০ জানুয়ারির মধ্যে জানাতে বলেছে সৌদি হজ কর্তৃপক্ষ। ধর্ম মন্ত্রণালয় এসব হজ এজেন্সিকে চিঠি দিয়ে নোটিসের বিষয়টি জানিয়েছে। এর আগে গত ৮ নভেম্বর একইভাবে আরও ১৬টি এজেন্সিকে কারণ দর্শাতে বলেছিলো সৌদি কর্তৃপক্ষ। এবারের নোটিসে চুক্তির বাইরে হজযাত্রীদের অন্য বাড়িতে রাখা, একই বাড়িতে অতিরিক্ত হজযাত্রীর আবাসন, হোটেল বিল পরিশোধ না করাসহ বিভিন্ন অভিযোগ এনেছে সৌদি হজ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ কমিটি।

সিরিয়ায় রুশ হামলায় ২০০ বেসামরিক মানুষ নিহত!
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় রুশ বিমান হামলায় কমপক্ষে ২০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও অধিকারকর্মীদের বরাত দিয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। গতকাল বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অ্যামনেস্টির দাবি, তারা গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিয়ার পাঁচটি এলাকায় রাশিয়ার চালানো ২৫ টির বেশি হামলা পর্যালোচনা করেছে। এতে দেখা যায়, এসব ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে রাশিয়া গুরুতরভাবে ব্যর্থ হয়েছে।

ব্রিটিশ মুসলিম পরিবারকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাজ্যের একটি মুসলিম পরিবারকে লস অ্যাঞ্জেলসগামী বিমানে উঠতে বাধা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এ নিয়ে যুক্তরাজ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিশুসহ ১১ সদস্যের ব্রিটিশ মুসলিম পরিবারটিকে গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের গেটউইক বিমানবন্দরে আটকে দেয়া হয়। সম্ভাব্য সন্ত্রাসী হুমকির আশঙ্কা থেকে মার্কিন কর্মকর্তারা এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দিল্লিতে আদালত প্রাঙ্গণে গুলিতে পুলিশ নিহত : আহত ২
মাথাভাঙ্গা মনিটর: ভারতের পূর্ব দিল্লির কারকারদুমা আদালত প্রাঙ্গণে চার বন্দুকধারীর গুলিবর্ষণে এক পুলিশ নিহত ও অপর দুজন আহত হয়েছেন। পুলিশের বরাতে এনডিটিভি জানায়, গতকাল বুধবার সকাল ১১টার দিকে এক বিবাদীকে আদালতে নিয়ে যাওয়া সময় বন্দুকধারীরা গুলি ছুঁড়লে এ ঘটনা ঘটে। বিচারাধীন একটি মামলায় চেন্নু পাহলওয়ান ওরফে ইরফান নামের এক বিচারাধীনকে আদালতে নিয়ে যাওয়া সময় প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে জানা গেছে। নিহত পুলিশ সদস্যের নাম রাম কুমার। পুলিশের হেড কনেস্টেবল রাম ইরাফনকে নিয়ে আদালতে ৭৩ নাম্বার রুমের দিকে অগ্রসর হচ্ছিলেন। তার বুকে ও মাথায় তিনটি গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীরা ছয় রাউন্ড গুলি ছুঁড়েছিলো। তিন হামলাকারীকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হন।

Leave a comment