মেহেরপুর অফিস: মেহেরপুরে আ্যডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (বিইপি) ব্র্যাকের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে ‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’ শীর্ষক কিশোর-কিশোরী মেলা-২০১৫ অনষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেনের সভাপতিত্বে মেলায় প্রধান ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, এনডিসি নুর-এ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, কিশোর-কিশোরী উন্নয়ন কর্মকর্তা (খুলনা) রিক্তা রানী দাস, মেহেরপুর ব্র্যাকের এরিয়া ম্যানেজার ওমর ফারুক প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। সেখানে জেলা প্রশাসকের সাথে দাঁড়িয়ে কিশোর-কিশোরীরা হাত তুলে শপথ নেয়- আঠারো বছর না হলে বিয়ে করবে না তারা। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ব্র্যাকের কর্মসুচি উন্নয়ন সমন্বয়কারী সোনা ভানু খাতুন। মেলায় প্রায় ৩ শতাধিক কিশোর-কিশোরী অংশ নেয় ।