চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে ছন্দ ও শৈলীতে বুদ্ধি বিকাশ কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

(ছবি আছে)
স্টাফ রিপোর্টার: লেখাপড়ার পাশাপাশি ছন্দ ও শৈলীতে বুদ্ধি বিকশিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচি চুয়াডাঙ্গার আয়োজনে ব্র্যাক পরিচালিত স্কুলের শিক্ষার্থী ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান তারায় তারায় দীপশিখা। শিক্ষার্থীদের ছন্দ ও শৈলী বিকশিত করার লক্ষ্যে ব্র্যাক প্রতি বছর তার স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিযোগিতার সূচনা হয় তৃণমূল অর্থাৎ স্কুল পর্যায় থেকে ও শেষ হয় জাতীয় পর্যায়ে গিয়ে। এ লক্ষ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা থেকে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নাচ ও গান এর ওপর প্রি-প্রাইমারি, প্রাইমারি ও কিশোর-কিশোরী মাধ্যমিক স্কুল পর্যায়ের ২০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, প্রতিযোগিরা স্কুল, শাখা ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজিত হয়ে জেলা পর্যায়ে এসেছে। এছাড়া জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। খুলনা বিভাগের প্রতিযোগিতা আগামী ২৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি খুলনা অঞ্চলের ব্যবস্থাপক বিষ্ণু প্রিয়া ও এলাকা ব্যবস্থাপক শাহানাজ পারভীন। বক্তব্যে প্রধান অতিথি ক্ষুদে প্রতিযোগীদের বিভাগীয় পর্যায়ে সফলতার মাধ্যমে জাতীয় পর্যায়ে বিজয় অক্ষুন্ন রেখে চুয়াডাঙ্গার গৌরব বয়ে আনার জন্য কঠোর অধ্যবসায়ের আহ্বান জানান। এ ধরনের ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এমনতর কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। আরও বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির খুলনা অঞ্চলের ব্যবস্থাপক বিষ্ণু প্রিয়া ও এলাকা ব্যবস্থাপক শাহানাজ পারভীন। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a comment