মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ব্র্যান্ড গেস গার্লের প্রথম ভারতীয় মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। টাইমস অফ ইন্ডিয়া জানায়, গেস গার্লের নতুন ক্যাম্পেইনের জন্য রকস্টার ফটোগ্রাফার ব্রায়ান অ্যাডামসের সঙ্গে শুট করেন প্রিয়াংকা। ২৮ অক্টোবর, গেস গার্ল তাদের ফ্যান পেইজে টুইট করে, “আমরা আনন্দের সঙ্গে আমাদের গেস গার্লের নতুন মুখ হিসেবে প্রিয়াংকা চোপড়াকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।” প্রিয়াংকা টুইট করেন, “পরবর্তী গেস গার্ল হিসেবে নিজেকে ভাবতে গর্ব হচ্ছে। এই ব্র্যান্ডটি ৩০ বছর ধরে সৌন্দর্যের একটি প্রতীক হয়ে আছে। ব্র্যায়ান অ্যাডামস এবং গেসকে আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের কারণেই অসাধারণ একটি ফটোশুট করতে পেরেছি আমরা।”
গেস গার্লের নতুন মডেল হিসেবে অভিষেকের পর প্রিয়াংকার নাম উঠে এসেছে অনেক নামিদামি আন্তর্জাতিক মডেলের পাশে। এদের মধ্যে রয়েছেন ক্লডিয়া শিফার, অভিনেত্রী ড্রু ব্যারিমুর, ভিক্টোরিয়া সিক্রেটস মডেল এঞ্জেলস অ্যাড্রিয়ানা লিমা এবং আলেসান্ড্রা আমব্রোসিও।