স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধা যশোর ২৫০ শয্যা হাসপাতালে মারা গেছেন। সোমবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত নিফুলী ঘোষ (৬৫) ঝিনাইদহের কালীগঞ্জের মনিন্দ্রনাথ ঘোষের স্ত্রী। পুলিশ জানিয়েছেন, সোমবার দুপুরে বাড়ির সামনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় নিফুলী ঘোষ আহত হন। গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।