স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আওয়ামী লীগের সভানেত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমাদের আশা আছে, বিরোধী দল সংলাপে আসবে। কিন্তু এর কোনো লক্ষণ দেখছি না। আমাদের তরফ থেকে দাওয়াত দেয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন ছুতা দেখিয়ে তারা দাওয়াত ফিরিয়ে দিচ্ছে।’ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশে পৌঁছে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জয়। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই। কারণ, নিজে নির্বাচনে অংশ নিলে দলীয় প্রচারণায় সময় দিতে পারবো না।’ জয় বলেন, ‘বিএনপি কী এমন ভিশন দেখিয়েছে যে তাদের জনপ্রিয়তা বাড়বে?’ সঙ্কট নিরসনে নিজে উদ্যোগ নেবে না বলেও জানান তিনি। এর আগে সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে যুক্তরাষ্ট্র থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জয়।