পিএসএলে দল পেলেন না মুশফিক-সৌম্য: কে কোন দলে

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোনো দল পাননি সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। তাদের সাথে ‘গোল্ড’ ক্যাটাগরিতে থাকা শাহরিয়ার নাফীসকেও খেলোয়াড় ড্রাফটে বেছে নেয়নি পাঁচ ফ্র্যাঞ্চাইজির কেউ।
প্লাটিনাম ক্যাটাগরি থেকে ১ লাখ ৪০ হাজার ডলার দামে করাচি কিংসে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের কেউ ছিলেন না। তবে ৫০ হাজার ডলার দামের গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তামিম ইকবাল। পিএসএলে বাংলাদেশের এই তিনজনের জায়গা নিশ্চিত হয়েছে। আগামীকাল সিলভার ক্যাটাগরি ড্রাফট অনুষ্ঠিত হবে। এই ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও এনামুল হক। এই ক্যাটাগরির খেলোয়াড়দের দাম ২৫ হাজার ডলার। সংযুক্ত আরব আমিরাতে ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
কে কোন দলে: করাচি কিংস- সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমদাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডন সিমন্স, মোহাম্মদ আমির, বিলওয়াল ভাট্টি, জেমস ভিনস। পেশোয়ার জালমি: তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, জুনায়েদ খান, জিম অ্যালেনবাই। লাহোর কালান্দার্স: মুস্তাফিজুর রহমান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, কেভন কুপার, ক্যামেরন ডেলপোর্ট। ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান, ব্র্যাড হাডিন, সার্জিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইক, জুলফিকার বাবর, উমর গুল, এলটন চিগুম্বুরা।