গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, বর্তমান সরকার জনস্বার্থমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মধ্যদিয়ে জনগণের কাছে আস্থা অর্জন করেছে। দেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেলে রুপান্তরিত হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে প্রয়োজন সম্প্রীতি। গতরাত সাড়ে ৯টার দিকে নিজ কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোবারক হোসেনসহ ২ ওয়ার্ডের ১১ জন নেতাকর্মী মকবুল হোসেনের হাতে হাত দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, মেহেরপুর শহর আ.লীগের সাবেক সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, উপজেলা আ.লীগের অর্থ বিষয়ক সম্পাদক আয়ুব আলী, শ্রমিকলীগ নেতা জমির উদ্দীন ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান শিপু।