রাজশাহীতে হত্যা মামলার পলাতক আসামি দামুড়হুদায় গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নূরুল ইসলাম (৭০) নামের হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঝিটকিপোতা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই মনিরুল ইসলাম মনির সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে দামুড়হুদা ব্র্যাকমোড়স্থ মমিনের বাড়ি থেকে গ্রেফতার করে। চলতি বছরের মার্চ মাসে চাচি শাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে রাজশাহীর একটি পার্কের ধারে খুন হয় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পরিয়ানপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে লিটন (২৮)। আটক নূরুল ইসলাম ওই লিটন হত্যা মামলার পলাতক আসামি। মামলার পর থেকে তিনি বিভিন্নস্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি গত ১৫ দিন ধরে দামুড়হুদার ব্র্যাকমোড়স্থ ভাগ্নে মমিনের বাড়িতে আত্মগোপন করে ছিলেন। দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।