দর্শনায় ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এনামুল কবিরের ৪ সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ

দামুড়হুদা প্রতিনিধি: দর্শনা পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল জলিলের সমর্থকরা একই ওয়ার্ডের প্রতিদ্বন্ধী অপর প্রার্থী এনামুল কবিরের সমর্থকদের পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা আমতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আসন্ন দর্শনা পৌরসভা নির্বাচনে ২নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল কবিরের সমর্থক দর্শনা সুইপার কলোনীর মৃত মন্টু বাঁশফোড়ের ছেলে জনি (২৪) প্রার্থী এনামুল কবিরের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে গতকাল রাত সাড়ে ৮টার দিকে দর্শনা আমতলা মন্দিরের সামনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলো। এ সময় প্রতিপক্ষ একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী আব্দুল জলিলের সমর্থক দর্শনা আমতলা পাড়ার মান্নানের ছেলে রানা (২৩), একই পাড়ার হামিদের ছেলে আবু সাইদ (২৩), সৌরভ (২৪), মৃত আজাদের ছেলে নয়ন (২৪) রনি (২২) এবং দক্ষিণচাঁদপুরের মগড়ার ছেলে জসিম (৩২) তাদের ওপর হামলা চালায় এবং পিটিয়ে ৪ জনকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় দর্শনা সুইপার কলোনীর মৃত মন্টু বাঁশফোড়ের ছেলে জনি বাদী হয়ে প্রতিপক্ষের ওই ৬ জনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন।