ঝিনাইদহ প্রতিনিধি: হরিনাকুণ্ডু পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থী জিন্নাতুল হকের সমর্থক আলী আজমকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেছে আওয়ামী লীগ প্রার্থী শাহিনুর রহমান রিন্টুর সমর্থকেরা। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বৈঠাপাড়া এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হরিনাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান জানান, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য আলী আজমকে বিনা কারণে আ.লীগ সমার্থকরা কুপিয়েছেন। এভাবেই আ.লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচনে মাঠে প্রভাব বিস্তার করে জয়লাভ করার চেষ্টা করছে। আমি এ ঘটনার তীব্রনিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে হরিনাকুণ্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ এলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।