মাথাভাঙ্গা মনিটর: ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিভার প্লেটের বিপক্ষে প্রথমার্ধ শেষে মেসির গোলে এগিয়ে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। জাপানের ইয়োকোহামায় খেলার ৩৫ মিনিটের মাথায় তিনি এ গোল করেন। কিডনিতে পাথর থাকায় সেমিতে খেলেননি এ আর্জেন্টাইন সুপারস্টার। তবে অপারেশন করে পাথর বের করার পর আজ ফাইনালে মাঠে নামেন মেসি।
এবার ক্লাব বিশ্বকাপের সবচেয়ে সফল দলের রেকর্ডটি নিজেদের করে নেয়ার পালা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে বিশ্বসেরার মুকুট উঠেছিল মেসিদের হাতে। অন্যদিকে ক্লাব বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরের ফাইনালে উঠতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে রিভার প্লেটকে। সেমিতে স্থানীয় ক্লাব সানফ্রেচ্চে হিরোশিমার বিপক্ষে অনেকটা ভাগ্যের জোরেই ১-০ গোলে জিতেছে তারা। সেখানে মেসি ও নেইমারকে ছাড়াই সুয়ারেজের হ্যাটট্রিকে গুয়াংজু এভারগ্রান্ডেকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার হাতছানি কাতালানদের সামনে।