স্টাফ রিপোর্টার: জাতীয় আন্তঃস্কুল মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শারীরিক শিক্ষার শিক্ষকগণ। উদ্বোধনী দিনে চুয়াডাঙ্গা একাডেমি ৫৫ রানে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালক ভলিবলে চ্যাম্পিয়ন হয় নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও রানারআপ হয় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়। ক্রিকেট খেলা পরিচালনা করে টিপু সুলতান, সোহেল কায়েস, তালাত মাহমুদ।