ঝিনাইদহ প্রতিনিধি: ছাদ থেকে নিচে পড়ে যাওয়া ফেদার দেখতে গিয়ে তিনতলা থেকে পড়ে শাবনুর নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ শহরের মদনমোহনপাড়ায় এ ঘটনা ঘটে। শাবনুরের (১৩) মা রহিমা খাতুন জানান, মদনমোহনপাড়ার নাসির ডাক্তারে বাসার তৃতীয় তলার ভাড়াটে তারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মেয়ে তৃতীয় তলার ছাদে খেলছিলো। এ সময় একটি ফেদার নিচে পড়ে যায়। কোথায় পড়েছে দেখতে গিয়ে অসাবধানবশত ছাদ থেকে নিচে পড়ে যায় শাবুনর। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. দেবাশিষ তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, শাবনুর নামে এক কিশোরী ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা গেছে।