স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দ্বিতীয় এনপিএল ক্রিকেট লিগের জার্সি উন্মোচন করা হয়েছে। একই সাথে লটারির মাধ্যম এনপিএল ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ৮টি দলের জার্সির কালার নির্ধারণ হয়। অবশ্য সকালে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য সকল ক্রিকেটার ও তাদের অভিভাবকদের নিকট দোয়া কামনা করেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.মামুনউজ্জামান। জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনপিএল ক্রিকেট লিগের কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মেহেরুল্লাহ মিলু, টিম মালিক আশাদুজ্জামান আশা, শাহজাহান আলী, আজিজুল হক শীল, নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রধান কোচ সাইফ রাসেল, বোলিং কোচ ইমরান ও নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবদিক ইসলাম রকিব। লটারির মাধ্যমে ৮টি টিমের অধিনায়কগণ অনুষ্ঠানে আগত অতিথিদের মাধ্যমে ৮টি রঙের জর্সি বেছে নেয়। ৮ জন অধিনায়ক ও সহঅধিনায়ক এবং তাদের দলের জার্সির কালার হলো- শাহবাজ আদনান -সহঅধিনায়ক এসএম আনাস (জার্সির কালার হলুদ), আলিফ-সহঅধিনায়ক হাসিবাল হাসান (জার্সির কালার লাল), মাহফুজ সহঅধিনায়ক রাসেল খান (জার্সির কালার গোলাপি), মজনুর রহমান-সহঅধিনায়ক রাতিন (জার্সির কালার সবুজ), শাহারিয়ার হোসেন বিদ্যুৎ -সহঅধিনায়ক মুকিত হোসেন (জার্সির কালার কালো) রোমিও-সহঅধিনায়ক শাকিল (জার্সির কালার নীল), নাহিদুর রহমান নিশান- সহঅধিনায়ক সৈকত (জার্সির কালার বেগুনী), সজল-সহঅধিনায়ক শামীম হোসেন (জার্সির কালার আকাশি)। ৮টি দলের নাম ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস, আলমডাঙ্গা নাইট রাইর্ডাস, রয়েল চ্যালেঞ্জার নাগদহ, চুয়াডাঙ্গা রয়েল্স, সানরাইজার দশমাইল, দর্শনা ডেয়ার ডেভিল্স, ফ্রিডম ফাইটার আট কবর ও কিংস ইলেভেন জীবননগর। উল্লেখ্য চুয়াডাঙ্গার উদীয়মান তরুণ ক্রিকেটারদের তৃণমূল পর্যায় থেকে ক্রিকেট খেলার সুযোগ করে দেয়ার জন্যই প্রতি বছর চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে এনপিএল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।