দর্শনা অফিস: দর্শনা মেমনগরের সাবেক পৌর কমিশনার আব্দুর রহমান ডাবি ও পৌর কর্মকর্তা আব্দুর রহিম বেলা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রামনগর মাথাভাঙ্গা যুবসংঘের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে মেমনগরমাঠে অনুষ্ঠিত এ ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেরুজ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ডিস্ট্রিলারি সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, নিরাপত্তা অফিসার গিয়াস উদ্দিন পিনা, মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, হাতেম মণ্ডল, আ. রফিক কাবি, পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম, আসহাবুল হক আনার, আনোয়ার হোসেন, রামাযুসের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক নিপুন, আশরাফুল, আসাদুল, ফলেহার, রেজাউল, লোমান, জুলফিকার, আমির হোসেন প্রমুখ। সেমিফাইনাল ম্যাচে অংশ নিয়ে মেহেরপুরের দাড়িয়ারপুরকে ১-০ গোলে হারিয়ে আশরাফপুর একাদশ জয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। খেলা পরিচালনা করেন আলাউদ্দিন, নিপুন ও রবিউল। সাংবাদিক হানিফ মণ্ডল ও হাসান গাজি, ফরজ আলী প্রাণবন্ত ধারাভাষ্য দেন।