ওয়ানডে দলে কুলাসেকারা
মাথাভাঙ্গা মনিটর: ধাম্মিকা প্রসাদের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারা। প্রস্তুতি ম্যাচে পাওয়া চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজই শেষ হয়ে যায় প্রসাদের। টেস্ট দলে তার জায়গা আসেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ পেসার বিশ্ব ফার্নান্দো। ১৬৮ ওয়ানডে ১৮২টি উইকেট পাওয়া ৩৩ বছর বয়সী কুলাসেকারা দেশের হয়ে শেষ খেলেছিলেন বিশ্বকাপে। এর পর টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে উপেক্ষিতই ছিলেন এ ডানহাতি পেসার। ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ায় সাময়িক নিষিদ্ধ হওয়া কুশল পেরেরার জায়গায় টেস্ট দলে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগেকে নিয়েছে শ্রীলঙ্কা। পেস আক্রমণের সেরা অস্ত্র লাসিথ মালিঙ্গার জন্য এখনও অপেক্ষা করছে শ্রীলঙ্কা। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান তিনি। সেই চোট কাটিয়ে সময় মতো তিনি সেরে না উঠলে তার জায়গায় দলে ফিরবেন অলরাউন্ডার থিসারা পেরেরা।