স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা কৃষ্ণপুরের গরু ব্যবসায়ী গোলাম হোসেন (৫৫) শিয়ালমারী পশুহাটে গরু কিনতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল তিনি হঠাৎ ঘুমের ঘোরে ঢলে পড়তে গেলে পাশে থাকা দু ছেলে আরিফ ও শরিফ পিতাকে সামলে নেন। দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক বলেছেন, সম্ভবত গোলাম হোসেনের নাকের কাছে অজ্ঞান করা কিছু রেখে শোকানো হয়েছে। এ কারণেই তিনি হঠাৎ অস্বাভাবিক হয়ে হরদম বমি শুরু করেছেন। চিকিৎসা চলছে।
জানা গেছে, আলমডাঙ্গার কৃষ্ণপুরের মৃত আইনুদ্দিনের ছেলে গোলাম হোসেন গরু ব্যবসায়ী। তিনি তার দু ছেলে আরিফ ও শরিফকে সাথে নিয়ে গতকাল জীবননগরের শিয়ালমারী পশুহাটে গরু কিনতে যান। হাটে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে পাশে থাকা দু ছেলেসহ সহযোগী ব্যবসায়ীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন। দু ছেলে পিতার পাশে থাকায় অজ্ঞানপার্টি অজ্ঞানের ওষুধ প্রয়োগ করলেও হাতিয়ে নিতে পারেনি অর্থকড়ি।